জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ কমিটি ও আলাদা সেল গঠনের সিদ্ধান্ত
জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি ও আলাদা সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৪ ডিসেম্বর) এই কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন মিললে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচনকালীন সময়ে জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে কমিটি।
এর আগে শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক সূত্রে জানায়, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সমন্বয়ে একটি বিশেষ কমিটির কাঠামো চূড়ান্ত করা হয়েছে। আজ প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে এবং তাদের সুপারিশের ভিত্তিতেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সরকার গভীর দুঃখ প্রকাশ করেছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আছেন এবং এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে, এই হামলা সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা, যা কঠোরভাবে দমন করা হবে।
উল্লেখ্য, তফসিল ঘোষণার পরদিন শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সরকার শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ চালু করবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে গত ৮ ফেব্রুয়ারি থেকে ‘ডেভিল হান্ট ফেজ–১’ পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগ্নেয়াস্ত্র চাইলে লাইসেন্স দেওয়া হবে এবং যাদের আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলোও ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইজিপি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




Comments