Image description

সিঙ্গাপুরে মাদক-সংক্রান্ত অপরাধে জড়িত থাকার সন্দেহে ৭ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (সিএনবি)। শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে সিএনবি বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

বিবৃতিতে জানানো হয়, গত চার দিন ধরে অভিবাসী শ্রমিকদের বেশ কয়েকটি ডরমিটরিতে বিশেষ অভিযান চালানো হয়। অবৈধ কার্যকলাপ দমনে সিএনবি-র নেতৃত্বে এই অভিযানে সিঙ্গাপুর পুলিশ ফোর্স, সিঙ্গাপুর কাস্টমস, হেলথ সায়েন্সেস অথরিটি (এইচএসএ), জনশক্তি মন্ত্রণালয় (এমওএম) এবং ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ) অংশ নেয়।

অভিযানে, গত সোমবার জুরং ওয়েস্টের একটি ডরমিটরি থেকে প্রথমে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। পরদিন মঙ্গলবার সেলেতার এলাকার আরেকটি ডরমিটরি থেকে আটক করা হয় আরও দুজনকে। তাদের মধ্যে একজনের কাছ থেকে স্বল্প পরিমাণে মাদকদ্রব্য ‘আইস’ ও সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার চুয়া চু কাং এলাকার একটি ডরমিটরি থেকে বাকি চারজনকে আটক করা হয়। এখানেও একজনের কাছে মাদক ও সরঞ্জাম পাওয়া যায়।

সিএনবি-র এনফোর্সমেন্ট ডিভিশনের ডেপুটি ডিরেক্টর সুপারিনটেনডেন্ট লিম উই বেং বলেন, ‘সিঙ্গাপুরে মাদকের কোনো স্থান নেই। কর্মক্ষেত্র বা আবাসিক প্রাঙ্গণ—যেখানেই হোক না কেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা এসবের সঙ্গে জড়িত থাকবে, তাদের কঠোর আইনি শাস্তির মুখোমুখি হতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসেও উডল্যান্ডস এলাকায় অভিযান চালিয়ে মাদক অপরাধে জড়িত সন্দেহে এক বাংলাদেশি ও এক মিয়ানমার নাগরিকসহ ১২ জনকে আটক করেছিল দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।