কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেলবাহী একটি তুর্কি জাহাজে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।
শনিবার (১৩ ডিসেম্বর) কিয়েভ এই অভিযোগ তোলে। এর মাত্র একদিন আগেই ইউক্রেনের একটি বন্দরে নোঙর করা আরেকটি তুর্কি জাহাজে রুশ হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের নৌবাহিনী জানায়, ‘ভিভা’ নামের তুর্কি জাহাজটি সূর্যমুখী তেল নিয়ে মিশরের উদ্দেশে যাচ্ছিল। পথে সেটিকে লক্ষ্য করে রাশিয়া ড্রোন হামলা চালায়। তবে হামলায় জাহাজের ১১ জন নাবিকের কেউ আহত হননি এবং জাহাজটি তার গন্তব্যে যাত্রা অব্যাহত রাখতে পেরেছে। নৌবাহিনী ক্ষতিগ্রস্ত জাহাজটির একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। সান্ধ্যকালীন ভাষণে তিনি বলেন, ‘যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন বেসামরিক জাহাজে হামলা চালিয়ে রাশিয়া বিশ্ববাসীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর চরম আঘাত।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কীভাবে এর জবাব দেওয়া হবে। তবে প্রতিক্রিয়া অবশ্যই দেখানো হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এরদোয়ানের সেই আহ্বানের পরপরই তুর্কি জাহাজে এটি দ্বিতীয় হামলার ঘটনা।




Comments