শিশু নির্যাতনের প্রতিবাদে উত্তাল হাঙ্গেরি, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি
কিশোর সংশোধনাগারে নির্যাতন ও কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে হাঙ্গেরি। স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিরোধীদলীয় নেতা পিটার ম্যাগিয়ারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন হাড়কাঁপানো শীত উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল শিশু অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড। অনেকেই আবার হাতে শিশুদের খেলনা নিয়ে আসেন প্রতীকী প্রতিবাদ জানাতে।
মূলত চলতি সপ্তাহে বুদাপেস্টের একটি কিশোর সংশোধনাগারের কর্মীদের দ্বারা শিশুদের শারীরিক নির্যাতনের ভিডিও প্রকাশ্যে আসার পর এই আন্দোলনের সূত্রপাত। সংশোধনাগারের ভেতরে পতিতাবৃত্তি চালানো এবং তরুণদের শারীরিক ও যৌন নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত থাকার সন্দেহে প্রতিষ্ঠানটির প্রাক্তন পরিচালকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন প্রসিকিউটররা।
এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি, হাঙ্গেরির পাঁচটি কিশোর সংশোধনালয়কে কড়া নজরদারিতে রেখেছে সরকার। তবে সংশোধনাগারগুলোতে বারবার শিশু নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটায় একে সরকারের চরম ব্যর্থতা হিসেবেই দেখছেন সাধারণ জনগণ। ভিক্টর অরবানের গত ১৫ বছরের শাসনামলে এর চেয়ে বড় গণবিক্ষোভ আর দেখা যায়নি। আগামী এপ্রিলে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত বছর হাঙ্গেরির একটি এতিমখানায় শিশু যৌন নির্যাতনকারীর এক সহযোগীকে ক্ষমা করার জেরে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি ক্যাটালিন নোভাক এবং বিচারমন্ত্রী জুডিট ভার্গা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।




Comments