মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হাসান তানভীর উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈনুদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, আবু নাসের মো. মাসুদ, তানভীর হাসনাইন মইন এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (সিআইটিও) মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




Comments