নির্বাচিত হলে দুই থানার উন্নয়নে বৈষম্যহীনভাবে কাজ করব: শাহীনুর পাশা
সুনামগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, “আগামী দিনে আল্লাহ পাক যদি আমাকে বিজয়ী করে আপনাদের খাদিম হিসেবে কবুল করেন, তবে আমি বৈষম্যহীনভাবে দুই থানার (উপজেলা) মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়নে কাজ করে যাব।”
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় আয়োজিত বিজয় র্যালি পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক ও গলি প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাহীনুর পাশা চৌধুরী বলেন, “আমি এই নির্বাচনী এলাকার ৫২৪টি গ্রামের প্রতিটি ঘরে গিয়েছি, মানুষের উঠানে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শোনার চেষ্টা করেছি। বাংলাদেশের অন্য কোনো এমপি বা প্রার্থী এভাবে জনগণের দ্বারে দ্বারে ঘুরেছেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অতীতে এমপি থাকাকালীন একমাত্র আমিই প্রতিটি গ্রামে গিয়েছিলাম, যার উন্নয়নের ছোঁয়া এখনো সেখানে বিদ্যমান।”
শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন ছালেহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মো. সানা উল্লাহ্, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জৈনুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুস শহিদ প্রমুখ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা বিলাল আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নূরুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Comments