Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ গ্রহণ করতে বিএনপি নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে বিএনপি এবং পুরো জাতি আজ গভীরভাবে শোকাহত। তাকে হত্যার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে থাকা পতিত ফ্যাসিবাদী শক্তি আসন্ন নির্বাচন বানচালের এক সুগভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। বিএনপি এই বীরের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবে।’

রাজধানীর প্রধান দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টার অংশ। এসব হামলা ও সহিংসতা করে গণতন্ত্রের অগ্রযাত্রায় ব্যাঘাত ঘটানো যাবে না। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রা সময়মতো ও সঠিকভাবে সম্পন্ন হবে।’ সালাহউদ্দিন আহমেদ আরও মন্তব্য করেন যে, এসব ঘটনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে পরিবেশ উত্তপ্ত করার কোনো ষড়যন্ত্র কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত থেকেই রাজধানী ঢাকা বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল হয়ে ওঠে। বিক্ষুব্ধরা কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া ধানমন্ডি ৩২ ও ছায়ানটেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ দুই সংবাদপত্রের সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। হাদির স্মরণে আগামীকাল শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আজ সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে সিঙ্গাপুর থেকে হাদির মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরসহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইতিমধ্যে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।