রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর একদল দুর্বৃত্ত কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক হঠাৎ উদীচী কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। একপর্যায়ে তারা ভেতরে আগুন ধরিয়ে দিলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা ব্যক্তিরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আগুনের খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়। মোট চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও নথিপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




Comments