রাজধানীর শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীরা সরে যাওয়ায় দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা ধীরে ধীরে শাহবাগ এলাকা ত্যাগ করলে গুরুত্বপূর্ণ এই মোড়টি দিয়ে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে বিভিন্ন দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের এই অবস্থানের কারণে শাহবাগ ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসফেরত যাত্রী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে কাঁটাবন, বাংলামোটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর আন্দোলনকারীরা স্থান ত্যাগ করলে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত তৎপর হয়ে ওঠেন এবং সড়ক পরিষ্কার করে যান চলাচলের উপযোগী করে তোলেন। বর্তমানে এই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে শাহবাগ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক আছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।




Comments