Image description

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক ‘প্রথম আলো’ কার্যালয়ে গতকালের হামলার পর আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন। এছাড়াও এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম প্রগতি ভবনে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ে যান। নেতৃবৃন্দ ভবনের ভাঙচুর হওয়া বিভিন্ন অংশ এবং অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত সরঞ্জামাদি ঘুরে দেখেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভয়াবহ হামলা চালায়। হামলাকারীরা সংবাদমাধ্যম দুটির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পাশাপাশি বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। এই তাণ্ডবের ফলে আজ শুক্রবার পত্রিকা দুটির কোনো মুদ্রিত সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যম দুটির ওপর এই নজিরবিহীন হামলার ঘটনায় শুরু থেকেই বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং সংবাদপত্রের স্বাধীনতার ওপর এই আঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।