ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন।
বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত। গত সপ্তাহে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনার প্রেক্ষিতে হাইকমিশনার দেশের সবাইকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “প্রতিশোধ কেবল বিভেদকে আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।”
জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাদির মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিকতা নির্ধারণে একটি দ্রুত ও বিশ্বাসযোগ্য তদন্ত প্রয়োজন। পাশাপাশি অপরাধীদের চিহ্নিত করে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে ভলকার তুর্ক আরও উল্লেখ করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।




Comments