Image description

শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সৃষ্ট সহিংসতাকে জাতীয় নির্বাচন বানচালের সুগভীর ষড়যন্ত্র বলে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পুরোনো চিহ্নিত মহল সরকারের নাকের ডগায় এসব নৈরাজ্য চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, সাংবাদিক নূরুল কবীরের ওপর আক্রমণ, চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা, ধানমন্ডি ৩২ নম্বরে অগ্নিসংযোগ, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর, উত্তরায় দোকানপাট ভাঙচুর এবং ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানায় বিএনপি।

তিনি বলেন, “সরকারের নাকের ডগায় এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে চিহ্নিত মহল। জনগণ মনে করছে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।”

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ফ্যাসিবাদের নতুন সংস্করণ হিসেবে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। সাম্প্রদায়িক উসকানি ও বরেণ্য ব্যক্তিদের অপমানের মাধ্যমে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।

এই ষড়যন্ত্র রুখতে গণতান্ত্রিক শক্তিগুলোর ইস্পাতকঠিন ঐক্যের আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার যদি জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয় তাহলে সব রাজনৈতিক দল সহযোগিতা করবে। প্রশাসনের শিথিলতা অরাজকতা সৃষ্টিকারীদের উৎসাহিত করছে।

শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিশোধ নয় বরং ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

এদিকে হাদির মরদেহ শুক্রবার ঢাকায় পৌঁছেছে। শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেদিন রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।