Image description

দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’-এর প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে ‘নিউ এজ’-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার শিকার হতে হয়েছে। এই ঘটনায় দেশের গণমাধ্যম অঙ্গনে উদ্বেগ-উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে।

গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করে দেশের সাংবাদিক সংগঠনগুলো ক্ষোভ ফেটে পড়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর মধ্যে। সংগঠনগুলোর পৃথক পৃথক বিবৃতিতে এসব উদ্বেগ ও শঙ্কার কথা জানানো হয়েছে। 

জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) পৃথক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়েছে।

এছাড়া ল’ রিপোর্টার্স ফোরাম, ডিক্যাব, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ও মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে। 

জাতীয় প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের ওপর এ ধরনের পরিকল্পিত হামলা অনাকাঙ্ক্ষিত এবং সুস্থ গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। নূরুল কবীরের মতো একজন জ্যেষ্ঠ সম্পাদকের ওপর হামলার ঘটনাকে সাংবাদিক সমাজ চরম উদ্বেগজনক হিসেবে দেখছে। সংশ্লিষ্ট সংগঠনগুলো অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। 

বিবৃতিদাতা অন্যান্য সংগঠনের মধ্যে রয়েছে জাসদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারা প্রত্যেকেই একযোগে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন। 

উল্লেখ্য, এ ঘটনায় ইতোমধ্যে প্রধান উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।