Image description

আর্থিক অবস্থা বিবেচনায় সরকারি খাতের ৪২ প্রতিষ্ঠান উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন আর্থিক অনুপাতের নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করে পাঁচটি ঝুঁকি স্তরে এই মূল্যায়ন করেছে অর্থ মন্ত্রণালয়। সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে। 

সমীক্ষা প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত উচ্চ ঝুঁকিতে রয়েছে ১৪টি প্রতিষ্ঠান। উচ্চ ঝুঁকির প্রতিষ্ঠানের সংখ্যা ২৮টি। মধ্যম ঝুঁকিতে রয়েছে ৩৭টি এবং কম ঝুঁকির প্রতিষ্ঠান ২০টি। আর অত্যন্ত কম ঝুঁকিতে রয়েছে দুটি প্রতিষ্ঠান। 

বর্তমানে ২৩০টি স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের বেশ কিছু সেবামূলক হওয়ায় সেগুলো বাদ দিয়ে আর্থিক কাজে পরিচালিত ১০১টি রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার দেনা ও সম্ভাব্য দায় বিবরণী বিশ্লেষণ করে এমন মূল্যায়ন এসেছে।

এদিকে গত অর্থবছর শেষে রাষ্ট্রায়ত্ত ৮টি প্রতিষ্ঠান বা সংস্থার খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৯ কোটি ১০ লাখ টাকা। এর আগের অর্থবছরে রাষ্ট্রায়ত্ত ৯টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৯৮ কোটি ৬১ লাখ টাকা। সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোর মোট খেলাপি ঋণ বেড়েছে ২৩০ কোটি ৪৯ লাখ টাকা।