জুনিয়র এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সামির মিনহাজের দুর্দান্ত ব্যাটিং আর বোলিংয়ে ১৯১ রানের বিশাল জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।
দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেয় পাকিস্তান। দলের ইনিংসের মূল ভরকেন্দ্র ছিলেন সামির মিনহাজ। ১১৩ বল মোকাবিলায় ১৭টি চার ও ৯টি ছক্কার সাহায্যে তিনি খেলেন দুর্দান্ত ১৭২ রানের ইনিংস। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আহমেদ হুসাইন (৫৬), উসমান খান (৩৫), ফারহান ইউসুফ (১৯)। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ভারতের হয়ে দিপেশ দেবেন্দ্রনাথ ৩টি উইকেট নেন।
৩৪৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় জুনিয়ররা। পাকিস্তানি পেস ও স্পিন আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে ভারত। ওপেনার আয়ুশ মাত্রে করেন মাত্র ২ রান, অপর ওপেনার বৈভব সূর্যবংশি আউট হন ২৬ রানে। অ্যারোন জর্জ ৯ বলে ১৬, বিহান মালহোত্রা ৭, ভেদান্ত ত্রিবেদি ৯ ও অভিজ্ঞান কুন্ডু করেন ১৩ রান। খিলান প্যাটেল যোগ করেন ১৯ রান। নিচের দিকে লড়াইয়ের চেষ্টা করেন ১০ নম্বরে নামা দিপন দেবেন্দ্রন, যিনি সর্বোচ্চ ৩৬ রান করেন।
তবে ভারতকে বেশিক্ষণ টিকতে দেননি পাকিস্তানের বোলাররা। আলি রাজা ৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাকে দারুণভাবে সহায়তা করেন মোহাম্মদ সাইম, আবদুল সুবহান ও হুজাইফা আহসান তিনজনই নেন ২টি করে উইকেট। শেষ পর্যন্ত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত।
এই জয়ের মাধ্যমে শক্তিশালী ভারতের বিপক্ষে দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে জুনিয়র এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সামগ্রিক পারফরম্যান্সে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করে টুর্নামেন্টের শেষটা রাঙিয়ে রাখে পাকিস্তানি যুবারা।




Comments