চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে ৪ হাজার ৫৫০ কোটি টাকা ব্যয়ে তিনটি বড় সড়ক প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এর মধ্যে দুটি সড়ক সম্প্রসারণ এবং একটি নতুন সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলো বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সিডিএ সূত্র জানায়, প্রস্তাবিত তিন প্রকল্পের মধ্যে ‘নর্থ সাউথ-১’ নামে একটি নতুন সড়ক নির্মাণ করা হবে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ও ৮০ ফুট প্রশস্ত এই সড়কটি বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের সাউদার্ন ইউনিভার্সিটি এলাকা থেকে শুরু হয়ে বিএডিসি রোড হয়ে জাকির হোসেন সড়কের সঙ্গে যুক্ত হবে। এরপর পাহাড়তলী কলেজ হয়ে এটি আমবাগান সড়কের সঙ্গে মিলিত হবে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা, যার মধ্যে শুধু ভূমি অধিগ্রহণেই খরচ হবে ১ হাজার ৫৫০ কোটি টাকা।
দ্বিতীয় প্রকল্পের আওতায় নগরীর গোলপাহাড় মোড় থেকে চট্টেশ্বরী মোড় পর্যন্ত মেহেদীবাগ সড়কটি সম্প্রসারণ করা হবে। বর্তমানে সড়কটি কোথাও ২৫ ফুট আবার কোথাও ৪০ ফুট প্রশস্ত। ১.১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কটিকে ৬০ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৫ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন কাজে ১৬৭ কোটি এবং ভূমি অধিগ্রহণে ২২৮ কোটি টাকা ব্যয় হবে। এই সম্প্রসারণ কাজ করতে গিয়ে কিছু বহুতল ভবন ভাঙার প্রয়োজন পড়বে।
তৃতীয় প্রকল্পটি হলো ফিরিঙ্গীবাজার মোড় থেকে সদরঘাট রাজ হোটেল পর্যন্ত ‘কবি নজরুল ইসলাম সড়ক’ সম্প্রসারণ। এই কাজে ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা। এর মধ্যে ১০৩ কোটি টাকা ভূমি অধিগ্রহণ এবং বাকি অর্থ সড়ক উন্নয়ন কাজে ব্যয় হবে।
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, “সিডিএ’র এই তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ছাড়ের অপেক্ষায় রয়েছে। দুটি প্রকল্প সম্প্রতি পাঠানো হয়েছে এবং একটি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে।”
তিনি আরও জানান, প্রকল্প এলাকার সড়কগুলোতে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এই তিন প্রকল্পের কাজ শেষ হলে নগরবাসীর দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।




Comments