বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচক অনুযায়ী, ২৩৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
ঢাকার মিরপুরের দক্ষিণ পল্লবী এলাকায় বায়ুমান সূচক ৩৪২ এবং ইস্টার্ন হাউজিং এলাকায় ৩০৮ রেকর্ড করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া রাজধানীর কল্যাণপুর, মাদানি সরণির বেজ এজওয়াটার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, গোড়ান এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ঢাকার বাইরে বিভাগীয় শহর খুলনার বাতাসের মানও আজ একই রকম অস্বাস্থ্যকর অবস্থায় দেখা গেছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ০ থেকে ৫০ থাকলে তাকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়। অন্যদিকে, স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়।




Comments