আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।
ঘোষণা অনুযায়ী, নুরুল হক নুর লড়বেন পটুয়াখালী-৩ আসন থেকে। অন্যদিকে, দলের সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে।
মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে রাশেদ খান বলেন, ‘গুলশানে বিএনপির কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতেই আমাকে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির প্রার্থী করার সিদ্ধান্ত জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঝিনাইদহ-৪ এলাকায় জনসভা করবেন—এমন শর্তেই আমি ওই আসনে প্রার্থী হতে রাজি হয়েছি।’




Comments