জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। পোস্টে তিনি এনসিপির নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানান এবং তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
ফেসবুক পোস্টে মীর আরশাদুল হক লিখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু গত ১০ মাসের অভিজ্ঞতায় মনে হয়েছে, দল ও নেতারা সেই প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছেন। এনসিপি ভুল পথে আছে, তাই এই মুহূর্ত থেকে দলটির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।’
তিনি আরও উল্লেখ করেন, আজ (বৃহস্পতিবার) ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে দেশে গণতন্ত্র ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই।
মীর আরশাদুল বলেন, ‘যখন অন্যান্য দল ধর্ম ও পপুলিজমকে পুঁজি করে এগোচ্ছে, তখন তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ‘স্মার্ট অ্যাপ্রোচ’ ও ক্লিয়ার ভিশন তুলে ধরছেন। তরুণদের উচিত হুজুগে না মেতে দেশের স্বার্থে তারেক রহমানকে সমর্থন জানানো।’
পোস্টে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া ও শৃঙ্খলা কমিটির সদস্য এবং পরিবেশ সেলের প্রধানসহ সব পদ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন।




Comments