Image description

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর প্রথমবার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ২টা ৫৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে চন্দ্রিমা উদ্যানের উদ্দেশে রওনা হন।

শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। এরপর তিনি বাবার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। তার আগমনকে কেন্দ্র করে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় আগে থেকেই জড়ো হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও হাজার হাজার নেতাকর্মী। জিয়ারত শেষে সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাবার সমাধি জিয়ারত শেষ করে তারেক রহমানের সাভারে যাওয়ার কথা রয়েছে। সেখানে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করার পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে বাংলাদেশে ফিরে আসেন তারেক রহমান। রাজধানীর পূর্বাচলে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তাকে বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়। দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন তার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং দীর্ঘ সময় মায়ের পাশে কাটান। হাসপাতাল থেকে ফিরে তিনি গুলশানের নিজ বাসভবনে রাত কাটান।

তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন ও কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।