বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে চট্টগ্রামের। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী হাসান।
মালিকানা জটিলতা কাটিয়ে বিসিবির ব্যবস্থাপনায় মাঠে নামা চট্টগ্রাম রয়্যালস জয় দিয়ে তাদের মিশন শুরু করতে চায়। অন্যদিকে, বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস তাদের অভিষেক ম্যাচটি রাঙাতে চায় জয় দিয়ে। দলটির নেতৃত্ব দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সৈকত আলী।
এর আগে দিনের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্তর রাজকীয় সেঞ্চুরিতে সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
দুই দলের চূড়ান্ত একাদশ:
চট্টগ্রাম রয়্যালস: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, মাহফিজুল ইসলাম রবিন, তানভির ইসলাম, শেখ মেহেদী (অধিনায়ক), আবু হায়দার রনি, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, রহমানুল্লাহ গুরবাজ (মাসুদ গুরবাজ), মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ।
নোয়াখালী এক্সপ্রেস: সৈকত আলী (অধিনায়ক), মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, ইহসানউল্লাহ, হাসান মাহমুদ ও মেহেদী হাসান রানা।
শীতের সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় চট্টগ্রামের ব্যাটাররা নোয়াখালীর বোলারদের ওপর কতটা চড়াও হতে পারেন, এখন সেটিই দেখার বিষয়। নতুন দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেস বিপিএলের মঞ্চে কেমন চমক দেখায়, সেদিকেও নজর থাকবে ভক্তদের।




Comments