রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত বহুতল ভবন ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এর আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকেল ৫টা ২৮ মিনিটে আটতলা বিশিষ্ট ওই ভবনটির ছাদের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে জানান, "বিকেল ৫টা ২৮ মিনিটে আমরা আগুনের সংবাদ পাই। ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট কাজ করেছে এবং সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।"




Comments