Image description

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৮টি আন্তর্জাতিক ফ্লাইট। এর মধ্যে ৪টি ফ্লাইটকে ভারতের কলকাতায়, ৩টি চট্টগ্রামে এবং একটি ফ্লাইটকে থাইল্যান্ডের ব্যাংককে ডাইভার্ট (দিক পরিবর্তন) করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ এই সূচি বিপর্যয়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন এসব ফ্লাইটের কয়েক হাজার যাত্রী।
 
শনিবার (২৭ ডিসেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়েতে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় বিমানগুলোর নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে এসব ফ্লাইটকে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা ৮০০ থেকে ১০০০ মিটারের ওপরে গেলেই কেবল রানওয়েতে বিমান ওঠানামা শুরু করার অনুমতি দেওয়া হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।

গতকাল শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়, আজ শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এছাড়া অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের তীব্রতাও বাড়তে পারে।