Image description

নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শুক্রবার (২৬ ডিসেম্বর) টিপুর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তারা আসন্ন নির্বাচন, এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় ঐক্য নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও নাটোর-১ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।