Image description

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. রাকিব সরদার বরিশাল জেলাধীন আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে রাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ আরও জানায়, আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বরিশাল আদালতে সোপর্দ করা হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।