Image description

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আজ শনিবার তাঁর এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এরই মধ্যে ভোটার হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে তিনি এবং তাঁর মেয়ে জাইমা রহমান অনলাইনে আবেদন ফরম পূরণ করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার হতে আইনগত কোনো জটিলতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

এর আগে আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান।