দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সেখানে পৌঁছান।
তারেক রহমান কার্যালয়ে পৌঁছালে দলের নেতা-কর্মীরা তাকে পুষ্পবৃষ্টি ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের পর এটিই তার প্রথম চেয়ারপারসন কার্যালয় সফর, যা ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের অংশগ্রহণের আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু হয়েছে। এদিন সকালেই তার পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে তারেক রহমানের জন্য তার পৈতৃক আসন বগুড়া-৬ থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ, তিনি অন্তত দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলের শীর্ষ নেতার এই কার্যালয় সফর এবং নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী নির্বাচনের কৌশল নির্ধারণে তার এই উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Comments