দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নুজহাত আনোয়ার। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ডিএসইতে যোগদান করেন।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের (আইএফসি) সাবেক এই উচ্চপদস্থ কর্মকর্তাকে গত ১৮ ডিসেম্বর ডিএসইর এমডি হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে পদটি শূন্য থাকার পর আজ থেকে তার নিয়োগ কার্যকর হলো।
ডিএসইর সর্বশেষ এমডি এটিএম তারিকুজ্জামান গত বছরের ১৭ সেপ্টেম্বর পদত্যাগ করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ এই পদটি খালি ছিল। দীর্ঘ ১৫ মাস পর নুজহাত আনোয়ারের যোগদানের মধ্য দিয়ে ডিএসইর শীর্ষ নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো।
নুজহাত আনোয়ারের আর্থিক খাত, ব্যাংকিং ও উন্নয়ন অর্থায়ন বিষয়ে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। আইএফসিতে থাকাকালীন তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশ, ভুটান ও নেপালের সিনিয়র কান্ট্রি অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি বতসোয়ানা ও নামিবিয়াতে আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে কাজ করার পাশাপাশি গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখেন।
আইএফসিতে যোগ দেওয়ার আগে নুজহাত আনোয়ার সিটিব্যাংক বাংলাদেশ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দীর্ঘ ১৬ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে কর্মরত ছিলেন। তিনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্রেজারি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাজার উন্নয়নের বিষয়ে বিশেষ পারদর্শী।
শিক্ষাগত জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের প্রধান পুঁজিবাজারে প্রথম নারী এমডি হিসেবে তার নিয়োগ বাজার সংস্কার এবং আধুনিকায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




Comments