Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আগামী ১০ দিনের মধ্যে (৭ জানুয়ারি ২০২৬) আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভীন সামিয়া এবং শ্যালকসহ পরিবারের একাধিক সদস্য ও সহযোগী রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি এবং ভুয়া নম্বর প্লেটের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংকের ৫৩টি অ্যাকাউন্টের বিপরীতে মোট ২১৮ কোটি টাকার স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়েছে, যা এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা বড় কোনো আর্থিক সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। মামলাটি ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগত সরকারের দোসর ও দুষ্কৃতকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলে ফ্যাসিস্টের দোসররা আশ্রয় নিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দকে অনুরোধ করব, দলের ভেতরে ওত পেতে থাকা এসব সুবিধাবাদী ও খোলস পাল্টানো ব্যক্তিদের চিহ্নিত করুন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিন।"

উপদেষ্টা আরও জানান, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এ গত ১৩ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১০ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার এবং কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন যে, বর্তমান সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে।