ফরিদপুরের বোয়ালমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন—মধুখালী উপজেলার দস্তরদিয়া গ্রামের জয়নাল সেখের ছেলে রতন সেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজীব শেখ (৩০), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবানদিয়া গ্রামের ইমামুল সেখ (৩৮), আমোরদী গ্রামের হাসেম সেখের ছেলে রেজাউল সেখ (৩২), তরিকুল সেখ (১৮), সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের নুরুল ইসলামের ছেলে শফিউল আলম (৪৪) ও ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মো. জাহিদ সেখের ছেলে মিলন সেখ (২৭)। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে ৭ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




Comments