জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি (রবিবার থেকে বৃহস্পতিবার) পর্যন্ত মোট ৫ দিন বন্ধ থাকবে।
আর অফিস ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি (রবিবার থেকে মঙ্গলবার) পর্যন্ত মোট ৩ দিন বন্ধ থাকবে।




Comments