২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই তালিকায় মোট ১২ দিনের ছুটি কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বেশ কিছু ধর্মীয় ও জাতীয় দিবসের ছুটি বাতিল করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সম্ভাব্য ১৭ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হবে। তবে স্কুলগুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। এর অর্থ হলো, চাঁদ দেখা সাপেক্ষে অন্তত ২১ রমজান পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে। ২০২৫ সালে এই ছুটি ছিল ২৮ দিন, যা ২০২৬ সালে কমিয়ে ১৯ দিন করা হয়েছে।
নতুন শিক্ষাপঞ্জিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিবসের ছুটি বাতিল করা হয়েছে। এসব দিবসে স্কুল খোলা থাকবে। এর মধ্যে রয়েছে:
পবিত্র শবে মেরাজ
পবিত্র আশুরা
শুভ জন্মাষ্টমী
সরস্বতী পূজা
২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস)
মে দিবস
বুদ্ধ পূর্ণিমা
মধু পূর্ণিমা ও শুভ মহালয়া।
অন্যান্য ছুটির পরিবর্তন: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটিও কমিয়ে আনা হয়েছে। আগে এই ছুটি ১৫ দিন থাকলেও ২০২৬ সালে তা কমিয়ে ১২ দিন করা হয়েছে। এ ছাড়া শীতকালীন অবকাশের ছুটিও এক দিন কমানো হয়েছে।
নতুন যেসব দিনে ছুটি থাকছে: কিছু ক্ষেত্রে ছুটির তালিকায় নতুনত্বও আনা হয়েছে। আগে শবে বরাত, বৈসাবি উৎসব এবং ঈদে মিলাদুন্নবীতে নিয়মিত ছুটি না থাকলেও ২০২৬ সালের তালিকায় এই তিন দিবসে এক দিন করে ছুটি রাখা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের কর্মদিবস বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে রমজানের মধ্যে দীর্ঘ সময় স্কুল খোলা রাখার বিষয়টি অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রভাব ফেলে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, পাঠদানের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির তালিকায় এই কাটছাঁট করা হয়েছে।




Comments