আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলছে। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্যমতে, গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত ১০টি অঞ্চলে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এর বিপরীতে এখন পর্যন্ত জমা পড়েছে মাত্র ৩১টি।
রোববার বিকেলে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেন।
ইসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ঢাকা অঞ্চলে এবং সবচেয়ে কম সিলেটে। অঞ্চলভিত্তিক পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
ঢাকা: ৫০৯ জন (জমা ২)
কুমিল্লা: ৪০৫ জন (জমা ০)
ময়মনসিংহ: ৩৩৯ জন (জমা ৭)
খুলনা: ৩০২ জন (জমা ১)
রংপুর: ২৮৩ জন (জমা ৩)
রাজশাহী: ২৬৯ জন (জমা ০)
চট্টগ্রাম: ২৪০ জন (জমা ২)
বরিশাল: ১৬১ জন (জমা ৭)
ফরিদপুর: ১৪১ জন (জমা ৮)
সিলেট: ১২৭ জন (জমা ১)
নির্বাচন কমিশনের ঘোষিত সময় অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ সময়। এরপর নির্বাচনের পরবর্তী ধাপগুলো হবে নিম্নরূপ:
মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
আপিল দায়ের: ৫ থেকে ৯ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি: ১০ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি।
প্রচারণা শুরু: ২২ জানুয়ারি (চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত)।
ভোট গ্রহণ: ১২ ফেব্রুয়ারি ২০২৬।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ার ভিড় বাড়তে পারে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়গুলো এখন চূড়ান্ত সময়ের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এবারের নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।




Comments