জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তের জেরে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) ভাঙন ও পদত্যাগের তালিকা দীর্ঘ হচ্ছে। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
রবিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে মনোনয়ন দিয়েছিল দলটি।
এর আগে, এনসিপির পদ ও সংসদ সদস্য প্রার্থিতা থেকে সরে দাঁড়ান ফেনী-৩ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম। রবিবার ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, নীতিগত কারণে এনসিপি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তে ভাঙন শুরু হয়েছে তারুণ্যনির্ভর দলটিতে। শনিবার দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও রবিবার যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।
তাসনিম জারা স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তাজনূভা জাবীন নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। বেশ কয়েকজন পদত্যাগের পাইপলাইনেও রয়েছেন বলে অনেকেই মনে করছেন।
এছাড়া জোট নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা আহ্বায়ক মো. নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।




Comments