আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক জোট সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
এর আগে রোববার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দেন যে, জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটে নতুন করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হয়েছে। এর ফলে জোটটি এখন ১০ দলীয় জোটে রূপান্তরিত হলো।
তবে বিকেল ৫টার সেই সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ বিষয়ে জামায়াতের আমির জানান, এনসিপির নেতাদের সঙ্গে কিছুক্ষণ আগেই তাঁদের একটি বৈঠক সম্পন্ন হয়েছে এবং তারা এই সমঝোতা বা জোটে যুক্ত হওয়ার বিষয়ে একমত হয়েছেন। এনসিপি আজ রাতেই তাদের নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটভুক্ত হওয়ার ঘোষণা দেবে।
ধারণা করা হচ্ছে, আসন সমঝোতা এবং নির্বাচনী জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এনসিপি এই জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতের নেতৃত্বাধীন এই বৃহৎ মোর্চায় এনসিপির অন্তর্ভুক্তি নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে।




Comments