Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগকারী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার বিকেলে মাহফুজ আলমের পক্ষে রামগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওবায়দুর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এছাড়া একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহফুজ আলমের বড় ভাই কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহির। 

এ বিষয়ে মাহফুজ আলম প্রকাশ্যে কোনো স্পষ্ট বক্তব্য না দিলেও শেষ পর্যন্ত নিজ এলাকা থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও বেশ কয়েকজন প্রার্থী। তাঁদের মধ্যে রয়েছেন—বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করা শাহাদাত হোসেন সেলিম, ঢাকা মহানগর বিএনপি (দক্ষিণ) এর যুগ্ম আহ্বায়ক ও মতিঝিল ওয়ার্ডের সাবেক কমিশনার হারুন অর রশিদসহ মোট ১৬ জন প্রার্থী।

এছাড়া রামগঞ্জ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মহাজোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল। তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। হত্যা মামলাসহ নানান কারণে বিতর্কিত এ নেতা বর্তমানে এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার পর মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রামগঞ্জ উপজেলাসহ জেলায় রয়েছে নানান গুঞ্জন ।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ সোমবার পর্যন্ত। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই–বাছাই হবে।