Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই লক্ষ্য বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"

নির্বাচন বানচালের অপচেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "বিগত আমলের ফ্যাসিস্টরা নির্বাচন ভন্ডুল করার জন্য বোমা হামলা বা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালাতে পারে। তবে আমরা সজাগ আছি। জনগণের সহযোগিতায় যেকোনো ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।"

চলমান অস্ত্র উদ্ধার অভিযান সম্পর্কে তিনি জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে এবং প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র জব্দ করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিয়ে তিনি বিজিবি সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, "প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কৌশল ও যোগ্যতার পরিচয় দিতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পার হতে না পারে এবং কোনো চোরাকারবারি যাতে প্রশ্রয় না পায়, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।"

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে বিজিবিকে জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট করে জানান, চোরাচালান ও সীমান্ত অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশে নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়ার অংশ হিসেবেই বিজিবির এই বিশাল সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানবকন্ঠ/আরআই