Image description

ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেন, আমি ভোটারদের অনেক সাড়া পাচ্ছি। আশা করি ঢাকা বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটে আমি বিজয়ী হবো। কারণ বিগত সময়ে এখানকার জনগণের সকল প্রকারের সমস্যায় তাদের পাশে আছি ছিলাম। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এ কথা বলেন। 

স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে তিনি বলেন, দলের প্রতি যদি কারও ভালোবাসা ও শ্রদ্ধা থাকে, সে কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাবেনা। আর যার দলের প্রতি কোন ভালোবাসা নেই সে স্বতন্ত্র থেকে নির্বাচন করতে পারে। বিগত সময়ে আড়াইহাজারে দলের সংকটময় সময়ে অনেকে সংস্কারবাদীদের সাথে যোগ দিয়েছে। এছাড়া আরও যারা স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র নিয়েছেন তাদের প্রত্যাহারের এখনো সময় আছে। তারপরও যদি তারা প্রত্যাহার না করে দল সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

মিথ্যা ও এডিট করা অডিও রেকর্ড তার বিরুদ্ধে ছড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, অডিও রেকর্ডটি ফেক। যেই ছেলেকে নিয়ে আমাকে জড়িয়ে রেকর্ডটি ছড়িয়েছে। সেই সময় আমি বিদেশে ছিলাম। ফলে এটা সম্ভব নয়। তাছাড়া রেকর্ডটি এডিট করে করা হয়েছে। 

ব্যাংকের ঋণখেলাপী নিয়ে তিনি বলেন, ব্যবসা করতে কেউ ঋণের উর্ধ্বে না। ব্যবসা করলে ঋণ নিতেই পারেন। তবে আমি ঋণখেলাপী না। যেসব প্রোপাগান্ডা গুলো করছে সেগুলো ঠিক না। এসব প্রোপাগান্ডা যারা করছে তাদের লজ্জা থাকা উচিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, আড়াইহাজার বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া সহ প্রমুখ।

মানবকন্ঠ/আরআই