আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা জনসমক্ষে আনা হয়। তবে প্রকাশিত এই বিশাল তালিকায় দেশের অন্যতম পুরনো দল আওয়ামী লীগের সংরক্ষিত ‘নৌকা’ প্রতীকটি নেই।
প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধিত ৫৯টি রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, তাঁদের পদবি, দলের বর্তমান ঠিকানা এবং দলের প্রার্থীদের জন্য সংরক্ষিত প্রতীকসমূহের একটি হালনাগাদ তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে যেসব প্রতীক বরাদ্দ দেওয়া যাবে, তার একটি তালিকাও রিটার্নিং কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
ইসির পক্ষ থেকে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলের মনোনয়নের মূল কপি রিটার্নিং অফিসারের নিকট দাখিল করা বাধ্যতামূলক। এটি মূলত প্রার্থীর দলীয় বৈধতা নিশ্চিত করার একটি আইনি বিধান।
প্রকাশিত তালিকায় ৫৯টি রাজনৈতিক দলের অবস্থান থাকলেও আওয়ামী লীগের নাম ও প্রতীক না থাকা ছিল লক্ষ্য করার মতো। এর আগে আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত বা বাতিল হওয়ার যে বিষয়টি আলোচিত হয়েছিল, তারই প্রতিফলন ঘটেছে এই হালনাগাদ তালিকায়। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীর অনুকূলে ‘নৌকা’ প্রতীক বরাদ্দের সুযোগ থাকছে না।
এই প্রজ্ঞাপন জারির মাধ্যমে কোন কোন দল নির্বাচনে লড়ার জন্য প্রতীক বরাদ্দ পাচ্ছে, তার একটি স্বচ্ছ চিত্র তৈরি হলো। এখন প্রার্থীরা তাদের বরাদ্দকৃত দলীয় প্রতীক বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীক নিয়ে নির্বাচনী ময়দানে নামার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে পারবেন।
মানবকন্ঠ/আরআই




Comments