Image description

হাড়কাঁপানো শীতের মধ্যেই এবার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ মেঘলা থাকা এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে হাড়কাঁপানো শীতের অনুভূতি অব্যাহত থাকবে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। চালকদের কুয়াশার মধ্যে সাবধানে যানবাহন চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দেশজুড়ে এমন গুমোট ও বৃষ্টির আবহাওয়া বিরাজ করছে।

এদিকে টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। মঙ্গলবারও হাওরবেষ্টিত এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে দেশের উত্তরাঞ্চলসহ অধিকাংশ জেলা, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মানবকন্ঠ/আরআই