মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স বা শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন থেকে মোবাইল আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কার্যকর হবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস সচিব জানান, মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত ফোনের ক্ষেত্রেও ট্যাক্স সুবিধা দেওয়া হয়েছে:
আমদানি করা ফোন: কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে।
দেশে উৎপাদিত ফোন: ট্যাক্স ১০% থেকে কমিয়ে ৫% করা হয়েছে।
শফিকুল আলম বলেন, বাংলাদেশে বিদেশ থেকে প্রচুর পরিমাণে ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আনা হয়, যা পরবর্তী সময়ে কিছুটা মেরামত বা রিফারবিশ করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারায়। শুল্ক কমানোর এই পদক্ষেপের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে মানসম্মত ফোনের দাম কমে আসবে বলে আশা করছে সরকার। এতে দেশীয় মোবাইল শিল্প আরও প্রসারিত হবে।
নতুন বছরের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে প্রেস সচিব জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষার্থীর হাতে সব বিষয়ের পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া সম্ভব হবে। এবার শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনার মাধ্যমে ১২৩টি পাঠ্যপুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইতিমধ্যে মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বইগুলো নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে দিতে সরকার নিবিড়ভাবে কাজ করছে।
সরকারের এই দুই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—মোবাইল ফোনের দাম কমানোর উদ্যোগ এবং পাঠ্যপুস্তকের ভুল সংশোধন ও দ্রুত বিতরণ—নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
মানবকন্ঠ/আরআই




Comments