Image description

বরিশাল নগরীর ফকির বাড়ী রোডে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয় ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিজামুল হক নিজামের ছেলে মো. তামীমের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল জেলা কমিটির সভাপতি এস.এম. নজরুল হক নিলু বাদী হয়ে এই অভিযোগ জমা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর ফকির বাড়ী রোডে (রাখাল বাবুর পুকুর পাড় সংলগ্ন) অবস্থিত কার্যালয়টিতে গত প্রায় ৪০ বছর ধরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে ভবনের মালিক নিজামুল হক নিজামের ছেলে তামীম অজ্ঞাত কয়েকজন যুবককে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তারা কার্যালয়ের দোতলার অংশ ভাঙচুর করেন এবং নিচতলার চেয়ার, টেবিল, সিলিং ফ্যান ও স্ট্যান্ড ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে দলটি।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবন মালিক ও মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজাম আত্মগোপনে চলে যান। এরপর থেকে ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বিকাশ বা নগদের মাধ্যমে বিভিন্ন নাম্বারে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছিলেন। তবে সুনির্দিষ্ট ডকুমেন্টস না থাকায় গত এক মাস ভাড়া পরিশোধ করা হয়নি। এই সুযোগেই তামীম লোকজন নিয়ে কার্যালয়টিতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বরিশাল শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. জাকির হোসেন বলেন, “একটি রাজনৈতিক দলের অফিসে কোনো ধরনের নোটিশ ছাড়া এভাবে হামলা ও ভাঙচুর করা সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ এবং গণশিল্পী সংস্থা বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “এই কার্যালয়টি বরিশালের অনেক আন্দোলন-সংগ্রামের সাক্ষী। এখানে হামলা মানে গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত।”

এ বিষয়ে অভিযুক্ত তামীমের বাবা নিজামুল হক নিজাম আত্মগোপনে থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তামীমের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানবকণ্ঠ/ডিআর