দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা যাবে এক রহস্যময় ও ভয়ংকর চরিত্রে। আগামী ৬ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘ওসিডি’। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার শেয়ার করে এই খবর নিশ্চিত করেছেন জয়া নিজেই।
ওপার বাংলার পরিচালক সৌকর্য ঘোষালের এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের একজন চিকিৎসকের চরিত্রে। ছবির গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে। সিনেমাটিতে দেখা যাবে, শ্বেতার গোপন অতীত সম্পর্কে এক রোগী জেনে ফেলায় তিনি তাকে হত্যা করেন। এরপর থেকে তাঁর পথে বাধা হয়ে দাঁড়ানো প্রতিটি মানুষকে সরাতে মরিয়া হয়ে ওঠেন তিনি।
পরিচালক সৌকর্য ঘোষাল জানান, ‘ওসিডি’ বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডারের মোড়কে এটি মূলত শিশুদের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদের গল্প। শৈশবে হেনস্তার শিকার হওয়া শিশুরা যখন বিচার না পেয়ে আজীবন সেই ট্রমা বয়ে বেড়ায়, সেই গভীর মানসিক যন্ত্রণার দিকটিই এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে। অনেক ক্ষেত্রে পরিবার বা সমাজ শিশুদের চুপ থাকতে বাধ্য করে, ফলে অপরাধীরা পার পেয়ে যায়—শ্বেতার চরিত্রের মাধ্যমে সেই ক্ষোভ ও মানসিক বিপর্যয়ের প্রতিফলন দেখানো হয়েছে।
সিনেমার নির্মাণ কাজ ২০২১ সালে শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি আটকে ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর টলিউডের এই সিনেমাটি বড় পর্দায় আসছে। পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে জয়া আহসানের এটি দ্বিতীয় কাজ; এর আগে তারা ‘ভূত পরী’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। তবে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ভক্তদের ধারণা, জয়া আহসানের অভিনয়শৈলী ও সিনেমার শক্তিশালী সামাজিক বার্তা দর্শকদের এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।
মানবকন্ঠ/আরআই




Comments