দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট ও ট্যাক্স পুনঃনির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানিকৃত এলপিজির ওপর বর্তমানে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এছাড়া স্থানীয় পর্যায়ে এলপিজি উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট কমিয়ে ৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (লোয়াব)-এর মধ্যে ফলপ্রসূ আলোচনার পর এই সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখা, স্থানীয় বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা এবং সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি খরচের চাপ কমানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে খুচরা পর্যায়ে এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যা গৃহস্থালি ও বাণিজ্যিক উভয় খাতের ভোক্তাদের জন্য স্বস্তি বয়ে আনবে।
মানবকণ্ঠ/আরআই




Comments