Image description

জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের সংবাদ ও দমন-পীড়নের চিত্র তুলে ধরায় ‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হয়েছেন ১০২ জন সাংবাদিক। এই তালিকায় সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (দুখু)।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত এবং অকুতোভয় ভূমিকা রাখা সাংবাদিকদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সাংবাদিক শফিকুল ইসলাম সেই উত্তাল সময়ে ময়দান থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরাসরি আহত হয়েছিলেন।

অনুষ্ঠানে ১০২ জন সাংবাদিক ছাড়াও দেশের ৬৪টি জেলার জুলাই আন্দোলনে শহিদ হওয়া পরিবারের সদস্য এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ১২০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর