সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১০ জানুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনী এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) আসনের সীমানা সংক্রান্ত মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৫ জানুয়ারির আদেশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুটি আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি। এতে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।
পরবর্তীতে এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া ও সাঁথিয়া উপজেলার দুই বাসিন্দা হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর গত ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন আগের সীমানা পুনর্বহাল করে একটি সংশোধিত বিজ্ঞপ্তি দেয়। গত সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ইসির ওই সংশোধিত বিজ্ঞপ্তির অংশবিশেষ স্থগিত করার আদেশ দেন। এই আইনি পরিস্থিতির কারণেই আসন দুটিতে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিল কমিশন।
নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এর ফলে পাবনার এই দুটি আসনে নির্বাচনী ডামাডোল আপাতত থমকে গেল।
মানবকণ্ঠ/ডিআর




Comments