বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয় দখলে নিয়ে গণভোটের প্রচার শুরু করেছেন নিজেদের ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল তরুণ। শনিবার বেলা ১১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত কার্যালয়টি দখলে নেয় তারা। এ সময় জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন দখলকারীরা। পরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে লাগানো একটি ব্যানার খুলে, গণভোটের প্রচারের ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজেদের জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে একদল তরুণ জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা খালেদা জিয়ার শোক সম্বলিত একটি ব্যানার খুলে ফেলে কার্যালয়ের ভিতরে ও বাইরে জুলাইযোদ্ধাদের পক্ষে দুটি ব্যানার ঝুলিয়ে দেন। একটি ব্যানারে লেখা ‘সংস্কার ও পরিবর্তন চাইলে হ্যাঁ এবং না চাইলে না-তে ভোট দিন’। এ ছাড়া লেখা আছে, ‘সংস্কারের চাবি আমাদের হাতে, দেশের চাবি আমাদের হাতে।’ বাইরের ব্যানারটিতে ২৪ এর গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানানো হয়েছে।
বিক্ষোভে নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দেওয়া নুর মোহাম্মদ জুবায়ের নামে এক তরুণ বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। যদিও দলটি নিষিদ্ধ হয়নি তারপরও এই দল বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবে না। পরে তারা ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিতে থাকেন।
২৪ এর শহীদ ও আহত যোদ্ধা সেলের রাজশাহী বিভাগীয় সংগঠক নাহিদুজ্জামান নাহিদ বলেন, জাতীয় পার্টির কার্যালয়টি পরিত্যাক্ত সম্পত্তির উপর। এই সম্পত্তি জাতীয় পার্টির নয়। আমরা হ্যাঁ না ভোটের ক্যাম্পইন করার জন্য সেখানে ক্যাম্প করছি, জাতীয় পার্টির কার্যালয় দখল করছি না। জাতীয় পার্টির লোকেরা আমাদের উপর হামলা করেছে; তাই আমরা এ বিষয়ে একটি জিডি করেছি।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বপন বলেন, জুলাইযোদ্ধা ও বৈষম্যবিরোধী সংগঠনের নামে কিছু যুবক আমাদের কার্যালয় দখল করে নিয়েছে। তারা আমাদের সাইনবোর্ড খুলে তাদের ব্যানার ঝুলিয়ে দিয়েছে। তাদের ওপর হামলার অভিযোগ মিথ্যা। আমরা সরকার থেকে জমি লিজ নিয়ে সেখানে কার্যালয় করেছি।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) মাহফুজ আলম বলেন, জাতীয় পার্টির অফিসে কিছু যুবক জুলাই যোদ্ধার নামে ব্যানার ঝুলিয়ে দিয়েছে। এ বিষয় তদন্ত করা হচ্ছে। এছাড়া জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাদের উপর হামলা করেছে মর্মে একটি জিডি করেছে সেটিরও তদন্ত করা হচ্ছে।




Comments