গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এসেছে সরকারি টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। মাসিক খরচ অপরিবর্তিত রেখে বিদ্যমান সব ইন্টারনেট প্যাকেজের গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রোববার (১১ জানুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উন্নত ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং স্মার্ট সিটি গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিসিএল জানিয়েছে, একই খরচে বেশি গতি পাওয়ার ফলে অনলাইন শিক্ষা, দাপ্তরিক কাজ, ভিডিও স্ট্রিমিং এবং গেমিংয়ের ক্ষেত্রে গ্রাহকরা আগের চেয়ে অনেক বেশি সুবিধা পাবেন। এছাড়া গ্রামীণ পর্যায়ে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতেও এই পদক্ষেপ বড় ভূমিকা রাখবে।
বিটিসিএলের ‘জিপন’ (GPON) সার্ভিসের নতুন গতির তালিকা নিচে দেওয়া হলো:
সাশ্রয়ী-২০: আগে ছিল ৫ এমবিপিএস (৩৯৯ টাকা), এখন মিলবে ২০ এমবিপিএস।
সাশ্রয়ী-২৫: আগে ছিল ১২ এমবিপিএস (৫০০ টাকা), এখন মিলবে ২৫ এমবিপিএস।
সাশ্রয়ী-৫০: আগে ছিল ১৫ এমবিপিএস (৮০০ টাকা), এখন মিলবে ৫০ এমবিপিএস।
সাশ্রয়ী-১০০: আগে ছিল ২০ এমবিপিএস (১০৫০ টাকা), এখন মিলবে ১০০ এমবিপিএস।
সাশ্রয়ী-১২০: আগে ছিল ২৫ এমবিপিএস (১১৫০ টাকা), এখন মিলবে ১২০ এমবিপিএস।
সাশ্রয়ী-১৩০: আগে ছিল ৩০ এমবিপিএস (১৩০০ টাকা), এখন মিলবে ১৩০ এমবিপিএস।
সাশ্রয়ী-১৫০: আগে ছিল ৪০ এমবিপিএস (১৫০০ টাকা), এখন মিলবে ১৫০ এমবিপিএস।
সাশ্রয়ী-১৭০: আগে ছিল ৫০ এমবিপিএস (১৭০০ টাকা), এখন মিলবে ১৭০ এমবিপিএস।
ক্যাম্পাস-৫০ (শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য): ৫০০ টাকায় ১৫ এমবিপিএসের পরিবর্তে এখন মিলবে ৫০ এমবিপিএস (প্রিপেইড)।
বাড়তি সুবিধা:
১. ফ্রি রাউটার: ৫০ এমবিপিএস বা তার বেশি গতির প্যাকেজ নিলে ওএনটি বা রাউটার বিনামূল্যে পাওয়া যাবে।
২. টেলিফোন সুবিধা: মাসিক প্যাকেজের সাথে মাত্র ১০০ টাকা অতিরিক্ত যোগ করলে বিটিসিএল থেকে বিটিসিএল নম্বরে আনলিমিটেড ফ্রি কথা বলা যাবে।
৩. ভ্যাট অন্তর্ভুক্ত: প্যাকেজের মাসিক চার্জের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত কোনো মাসুল দিতে হবে না।
তবে এলাকাভিত্তিক সংযোগ ফি এবং পোস্টপেইড সংযোগের ক্ষেত্রে জামানত ফি প্রযোজ্য হবে।
মানবকণ্ঠ/আরআই




Comments