প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে এবং সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা।
সকাল ও দুপুরের দিকে সায়েন্সল্যাব মোড়, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড়, মহাখালী মোড় ও ফার্মগেট মোড়সহ শহরের বিভিন্ন অংশে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে।
শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। আন্দোলনরতরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: “সেন্ট্রাল সেন্ট্রাল”, “গোলামি না, আজাদি আজাদি”, “দালালি না রাজপথ”, “শিক্ষা নাকি সিন্ডিকেট”।
উল্লেখযোগ্যভাবে, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবরোধ চালিয়ে একটি বিআরটিসি বাসে ভাঙচুর চালান। তারা দাবি করেন, সাকিবুল হত্যাকাণ্ডের এক মাস পেরোনোর পরও দৃশ্যমান কোনো বিচারিক অগ্রগতি নেই।
পুলিশ জানান, শিক্ষার্থীদের সরাতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সড়কগুলো ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। তবে আন্দোলনের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, জানুয়ারির ১৫ তারিখে অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় আইন-২০২৫-এর অনুমোদন ও অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
মানবকণ্ঠ/আরআই




Comments