নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে নির্দেশনা দিয়েছে ভারত। তেহরানে অবস্থিত ভারতের দূতাবাসের এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে ইরানের বর্তমান পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ উল্লেখ করা হয়েছে। এতে ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ চলছে-এমন এলাকাগুলো এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে নির্দেশনা দেয় ফ্রান্স ও কানাডা। দেশ দুটির সরকার জানিয়েছে, ইরানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় সেখানে ভ্রমণ বা অবস্থান করা নিরাপদ নয়। বিবৃতিতে বলা হয়, নিরাপদ হলে দ্রুত ইরান ত্যাগ করতে হবে। একই সঙ্গে কানাডা স্বীকার করেছে, ইরানে তাদের কনস্যুলার সহায়তা দেওয়ার সক্ষমতা খুবই সীমিত।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, ইরানে চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এতে বিদেশিদের জন্য ঝুঁকি বেড়েছে।
ফরাসি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে, বিক্ষোভ ও জনসমাবেশ থেকে দূরে থাকতে এবং তেহরানে ফরাসি দূতাবাসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সহায়তা আসছে।
অন্যদিকে ইরান বারবার অভিযোগ করে আসছে, দেশটির অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত। ইরানের দাবি, শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে সশস্ত্র গোষ্ঠী এতে সহিংসতা ছড়িয়ে দেয়।




Comments